আইন-আদালত

মেহেরপুরের চাঁদবিলের মতিয়ার রহমানকে প্রবেশন এন্ড অফেন্ডার্স অর্ডিন্যান্স

By মেহেরপুর নিউজ

December 02, 2020

মেহেরপুর নিউজ :

মাদকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মতিয়ার রহমান আপিল এর মাধ্যমে ২ বছরের সাজা প্রদান করার পর তাকে প্রবেশন এন্ড অফেন্ডার্স  অফেন্ডার্স এর আওতায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে দেয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। মতিয়ার খানদার মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামের মহাসিন খানদারের ছেলে।জানা গেছে মাদক রাখার অপরাধে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়।পরে মতিয়ার খানদার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বরাবর আপিল করেন এবং আদালত এর পরিবর্তে প্রবেশন কর্মকর্তা তত্ত্বাবধায়নে নিজ বাড়িতে থাকার আবেদন জানান।

এদিকে বুধবার ওই আপিলের রায় দেওয়া হয়। সাথে সাথে মতিয়ারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রবেশন এন্ড অফেন্ডার্স অর্ডিন্যান্স এর ১৯৬০ ( ১৯৬০ সালে ৪৫ নং অধ্যাদেশ) এর ৫ ধারা মোতাবেক আদালত কর্তৃক নির্ধারিত সময় কালের জন্য প্রবেশন আদেশের শর্তাবলী মোতাবেক শর্তাবলী যুক্ত মুচলেকা স্বাক্ষর করাইয়া বিজ্ঞ আদালত তাকে সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে নিজ বাড়িতে অবস্থান করার অনুমতি দেন। প্রবেশন অফিসার প্রতি তিন মাস অন্তর ফলোআপ রিপোর্ট দেবেন।