মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা, ঝোড়-জঙ্গল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, প্লাষ্টিকের পাত্রসহ বিভিন্ন অপরিস্কার দ্রব্যদি পরিস্কার পরিচ্ছন্ন করেছেন স্থানীয়রা।
শনিবার সকাল ১০টা বিকাল ৩টা পর্যন্ত সাংবাদিক ডিএম মকিদের নেতৃত্বে স্থানীয়রা এ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ অর্থায়নে মশা ধ্বংশকারি কিটনাশক স্প্রে করেন।
এসময় অন্যদের মধ্যে বাহারুল ইসলাম, ননী গোপাল বিশ্বাস, সাইফুল বাহার স্বাধীন, খোকন প্রমূখ অভিযানে অংশগ্রহণ করেন।
সাংবাদিক ডিএম মকিদ বলেন, এডিস মশার বংশ বিস্তার রোধে মহল্লাবাসিকে সাথে নিয়ে ঝোড় জঙ্গল ও নোংরা পরিষ্কার করে তা নষ্ট করেছি। মহল্লার গৃহিণীদের বাড়ির ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার পরামর্শ দিয়েছি। এর ফলে এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। এভাবে আমরাও ডেঙ্গুরোগ থেকে মুক্তি পেতে পারি।
বাহারুল ইসলাম বলেন, ডেঙ্গু বিস্তার ঠেকাতে এলাকার ময়লা আবর্জনা পরিস্কার করে আমরা বিষ ষ্প্রে করেছি। তিনি আরো বলেন, এ মহামারিতে সমাজের মানুষ এগিয়ে না আসলে একা সরকারের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়।
# নিজস্ব প্রতিনিধি #