ক্রিকেট

মেহেরপুরের গোভীপুরে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেটে গোভীপুর জয়ী

By মেহেরপুর নিউজ

March 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে, গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় গোভীপুর ভৈরব ক্লাব ৩৮ রানে গোপালপুর একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান করে । দলের পক্ষে আজমির ২৪ রান করেন।গোপালপুর একাদশকে পক্ষে হৃদয় ২২ রানের বিনিময়ে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গোপালপুর একাদশ ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান করে। দলের পক্ষে মিঠুন ১৩ রান করেন। গোভীপুর ভৈরব ক্লাবের হাসান ১৮ রানের বিনিময়ে উইকেট ৩টি উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের সোহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। গোভীপুর ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।