অন্যান্য

মেহেরপুরের গোপালপুরে বাল্য বিবাহ ভাঙ্গলো পুলিশ

By মেহেরপুর নিউজ

March 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে ৯ম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধার বাল্যবিবাহ ভেঙ্গে দিয়েছে পুলিশ। স্নিগ্ধা গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও মফিজুর রহমানের মেয়ে। মেহেরপুর সদর থানার এস আই আব্দুল হক সোমবার দুপুরে গোপালপুরে কণে বাড়িতে পৌছে কণের বাবার মুচলেকা নিয়ে এ বিয়ে ভেঙ্গে দেন। পুলিশ জানায়, গোপালপুরের মফিজুরের ৯ম শ্রেণীতে পড়ুয়া স্নিগ্ধার সাথে গাংনী উপজেলার সানঘাট গ্রামে বিয়ে ঠিক হয়। সোমবার বরযাত্রী কণের বাড়িতে আসার আগেই পুলিশ কণে বাড়িতে পৌছে কণের বাবার মুচলেকা নিয়ে বিয়ে ভেঙ্গে দেয়। এ ঘটনায় মেহেরপুর বাবা মফিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।