মেহেরপুর নিউজ,১৮ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাসান মার্কেটে হামিদ ঘড়ি ঘর নামের একটি দোকান পুড়ে ভষ্মিভুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দোকান মালিক। খবর পেয়ে মেহেরপুরের দমকল বাহিনীর একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে করে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দিকে আগুনের তীব্রতা কিছুটা কম হলেও পরে আগুনের লেলিহান শিখা দ্রত সময়ের মধ্যে তীব্র হতে থাকে। আগুন ও কালো ধোঁয়ায় মার্কেট এলাকা আতংক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সাধারন মানুষ চেষ্টা করে ব্যার্থ হলে মেহেরপুরের দমকল বাহিনির টিম আগুন নিয়ন্ত্রনে আনে। হামিদ ঘড়ি ঘরের মালিক কাউছার আলী জানান, বিভিন্ন লোকজন টিভি ফ্যান সহ ইলেকট্রনিক্্র পন্য মেরামত করার জন্য তার দোকানে রেখে গিয়েছিল। টিভি ফ্যান সহ ইলেকট্রিক পন্য’র পাশাপশি বিপুল পরিমান যন্ত্রাংশ ছিল যা সব গুলোই আগুনে পুড়ে গেছে। তিনি জানান, আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মেহেরপুরের ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার সেলিম রেজা বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুনের সূত্রপাত তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। খবর পেয়ে ভষ্মিভূত দোকান পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন তিনি।