মেহেরপুর নিউজঃ
অতীত কর্মকান্ডের জন্য ক্ষমাপ্রার্থনা করার পরপরই প্রাণ নাসের হুমকি দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনকে।
হুমকি দিয়েছেন গাংনী উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( চলতি দায়িত্ব)নুরুল আমিন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা উপজেলা নাসির উদ্দিন জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
( চলতি দায়িত্ব)গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে অতীতের করা অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এবং ভবিষ্যতে কোন ভুল করবেন না বলে জানান।এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে ক্ষমা করে দেন। এবং ভবিষ্যতে ভালো হয়ে চলার পরামর্শ দেন। এদিকে ঘটনার পরপরই নুরুল আমিন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার সহ নুরুল আমিনের একটি বদলির জন্য আবেদনপত্র দাখিল করেন। এবং জোরপূর্বক দুইজনের আবেদন ফরোয়ার্ডিং দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় বদলির নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বললে নুরুল আমিন প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রাণনাশের হুমকি দিয়ে শিক্ষা অফিস ত্যাগ করেন। এ সময় সেখানে গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বিষয়টি অবহিত করা হয়েছে। এদিকে ক্ষমা চাওয়ার পরে আবারও হত্যার হুমকি দেওয়া শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি জানান।