মেহেরপুর নিউজ:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-২ আসনে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ নাজমুল হক সাগর এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন কে কত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো। এখানে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের চিত্র দেওয়া হল।
গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫৪ জন ভোটারের মধ্যে ১২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৭৩৫ মকবুল হোসেন ৫০৭ ভোট পান।
তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৩২ জন ভোটারের মধ্যে ১০৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৫৭৮ মকবুল হোসেন ৪৫০ ভোট পান।
পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৮৮ জন ভোটারের মধ্যে ১০৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৫৭৩ মকবুল হোসেন ৪৫০ ভোট পান।
তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩৯৮ জন ভোটারের মধ্যে ২৯৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ১৪৭৩, মকবুল হোসেন ১৪২৪ ভোট পান।
শহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৩৬ জন ভোটারের মধ্যে ১৭৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ১০৮৭, মকবুল হোসেন ৪৮৭ ভোট পান।
কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৬৩ জন ভোটারের মধ্যে ১২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৭৪৯ মকবুল হোসেন ৪২৭ ভোট পান।
করমদি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫২২ জন ভোটারের মধ্যে ৮১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৪৫৩ মকবুল হোসেন ৩৩৫ ভোট পান।
করমদি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২৭ জন ভোটারের মধ্যে ৫১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ২৯৮ মকবুল হোসেন ১৮৯ ভোট পান।
করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৪৭ জন, ভরাট সঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২২ জন ভোটারের মধ্যে ৫৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৩১০, মকবুল হোসেন ২০৩ ভোট পান।
ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২২ জন ভোটারের মধ্যে ১২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৬৫৩, মকবুল হোসেন ৫৫৬ ভোট পান।