মেহেরপুর গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কাথুলী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।