নিজস্ব প্রতিনিধি :
১৬ আগষ্ট ২০১৯ এ মুক্তি পেল বাংলাদেশের ডেভেলপার এর তৈরী এন্ড্রোয়েড গেম “ উইংস আফ ওসাইরিস: জেনেসিস”। গেমটি ৩ডি স্যুটিং গেম ক্যাটাগরীর। গেমটি গুগল প্লেস্টোরের এই লিংকে (https://play.google.com/store/apps/details?id=com.CDS.W00Genesis)|
গেমটির ডেভেলপার মোঃ আজমল ওয়াসিফ লাবিব বলেন, যারা থ্রিডি শুটিং গেম ক্যাটাগরী ফ্যান তাদের কথা মাথায় রেখে গেমটি তৈরী করা হয়েছে। সুতরাং আশা করা যায় গেমটি তাদের কাছে অত্যান্ত পছন্দসই গেমের মধ্যে জায়গা করে নেবে।
গেমের নির্মাতা আজমল ওয়াসিফ লাবিব মেহেরপুরের গাংনী উপজেলার মোঃ আল ফারুক হোসেন বাবুল এর ছেলে। সে প্রায় বছর খানেক ধরে একায় গেমটি নির্মাণ করেছেন।
গেমটিতে মানুষের তৈরী রোবট এক সময় পৃথিবী নিয়ন্ত্রন করতে গিয়ে মানুষের ভাবনার সাথে সাংঘর্ষিকতা সৃষ্টি করবে। সেটাকে নিয়ন্ত্রণে মানুষ তাদের কে মোকাবেলা করবে।