২১ শে আগষ্ট স্মরণে মেহেরপুরের গাংনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে গাংনী বাজার বাসস্ট্যান্ড এর শহীদ রেজাউল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধ জেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি মো: মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাষ্টার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি সনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আবুল হাশেম প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারিরা দেশের শত্রু তারা চায় জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে এদেশকে ধ্বংস করতে।কিন্তু যতদিন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে তাঁর নেতা কর্মীরা থাকবে ততদিন ঐ খুনিদের আর সামনের দিকে এগুতে দেবেনা। আলোচনা সভায় নেতা কর্মীরা ২১শে আগষ্ট এর ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেন। আলোচনা শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
# নিজস্ব প্রতিনিধি #