মেহেরপুর নিউজ,০৪ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে একটি স্বর্ণের বার সহ দু’জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আফেজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (২৪) ও শহরের আব্দুল মতিনের ছেলে মাসুদ রানা (২৫)। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির তাদের গ্রেফতার করে।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির জানান, মাসুদ রানা ও রবিউল ইসলাম একটি মটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কাজিপুর এলাকার দিকে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে বালিয়াঘাট নামক স্থানে তাদের মটরসাইকেল থামিয়ে তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,উদ্ধারকৃত স্বর্ণেরে ওজন ১০ ভরি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।