মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ দুজনকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক শামীম হোসেন (৩৫) ও ওষুধের মালিক হায়দার আলী (৫০) কে আটক করা হয়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার বিকাল ৪টার দিকে মালামাল বহনকারী একটি ট্রাকসহ তাদেরকে আটক করে গাংনীস্থ র্যাব। র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার এসএসপি কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গাংনী উপজেলার চোখাতোলা নামক স্থানে প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় কুষ্টিয়াগামী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের ভেতর বিভিন্ন মালামালের মধ্য থেকে বিপুল পরিমান ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জীবন রক্ষাকারী এসব ওষুধের মুল্য অর্ধলক্ষাধিক টাকা বলে জানিয়েছেন র্যাব কমান্ডার।