অন্যান্য

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 10, 2015

মেহেরপুর নিউজ,১০ মে: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম এবং কাজিপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো: কাজিপুর গ্রামের লিটনের স্ত্রী বিলকিচ খাতুন এবং চরগোয়াল গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী আতিয়ার রহমান। রোববার সকালে হঠাৎ বৃষ্টির শুরু হয়। বৃষ্টির মাঝে মাঝে বজ্রপাত ঘটে। সৃষ্ট বজ্রপাতে কাজিপুর গ্রামের গৃহিনী বিলকিস নিজবাড়িতে কাজ করছিলো । এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, চরগোয়ালগ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতিয়ার মাঠে কাজ করছিলো। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।