মেহেরপুর নিউজ, ১২ ফেব্রুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় একটি বাইসাইকেল জব্দ করা হয়।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক জানান, শুক্রবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতে পায় একটি বাইসাইকেল যোগে এক ব্যক্তি বস্তা বহন করছে। বিষয় টি সন্দেহ হলে তাকে থামতে বললে তিনি সাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায় । পরে বস্তা খুলে ৩৬ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ পাওয়া যায়। পরে হিন্দা পুলিশ ক্যাম্পে খবর দিলে ফেন্সিডিল ও মদ উদ্ধার করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।