নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্বসাত করেছে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা ও ছিপার উদ্দীনের মেয়ে মারিয়া খাতুন জেলা প্রশাসক মোঃ আতউল গনির কাছে অভিযোগ করেন।
অভিযোগকারীরা বলেন প্রতিবন্ধী হিসাবে আমাদের ভাতা ৮ হাজার ৪ শ টাকা দেওয়া হলেও ইউপি সদস্য জাকির হোসেন আমাদেও ৪ হাজার টাকা করে প্রদান করেছে।
জেলা প্রশাসক মোঃ আতউল গনি বিষয়টির উপর গুরত্ব দিয়ে তাৎক্ষনিক ভাবে স্থানীয় বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফুকুর রহমানকে তদন্তের নির্দেশ দেন। জেলা প্রশাসক মোঃ আতউল গনি বলেন অপরাধ কওর পার পাওয়ার কোন সুযোগ নেই।