মেহেরপুর নিউজ,০৫ নভেম্বর:
৮ম বেতন স্কেলে আন্তক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দািবেত মেহেরপুরের গাংনীতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমš^য় কমিটি গাংনী উপজেলা শাখা।বৃহস্পতিবার বিকালে গাংনী শহিদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহবায়ক রইচ উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ড. আসাদুজ্জামান মানিক,
যুগ্ম আহবায়ক এএসএম মারুফ হাসান, প্রকৌশলী আবুল বাছেদ, ডা: আলাউদ্দীন আহমেদ ,সদস্য হাবিবুল বাশার, মুস্তাফিজুর রহমান, জামিল আখতার, আবুল কালাম, দিলিপ কুমার সেন, মিলন কুমার দাশ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার, ফাংশনাল সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।