বিশেষ প্রতিবেদন

গাংনীতে আচরনবিধি ভঙ্গের দায়ে দু’মেয়র প্রার্থীর জরিমানা

By মেহেরপুর নিউজ

December 20, 2015

মেহেরপুর নিউজ,২০ ডিসেম্বর: আচরনবিধি ভঙ্গের দায়ে মেহেরপুরের গাংনীতে আ’লীগ প্রার্থী আহমেদ আলীর ৫ হাজার এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আশরাফুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নির্বাচন আচরণ বিধিতে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক রাহাত মান্নান জানান, দুপুর ২ টার আগে প্রচার মাইক ব্যবহার ও দেওয়ালে পোষ্টার লাগানোর কারনে সতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলামের ১০ হাজার ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ আলীর পোষ্টার দেওয়ালে লাগানোর জন্য ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।