তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত‘র বাড়িসহ আশেপাশের পরিবারকে লক ডাউন করা হয়েছে। বুধবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাদিয়া সুলতানা দু’জন করোনা রোগী পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পজেটিভ রোগীর মধ্যে একজন উপজেলার ষোলটাকা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে ফিরেছেন। অপরজন কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামের বাসিন্দা। তিনি দুবাই থেকে ফিরেছেন।
আজ দুপুরে প্রথমে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের নেতৃত্বে ষোলটাকা গ্রামের পজিটিভ রোগীর পরিবার ও আশপাশের ৯টিসহ মোট ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামে করোনা পজিটিভ রোগীর পরিবারসহ আশপাশের আরো ৯টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এ সময় সরকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, আরএমও ডাঃ সাদিয়া সুলতানাসহ এলাকার সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
তাদেরকে যেকোনো ধরনের সহায়তা পেতে হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেই সাথে করোনা ভাইরাস সচেতনতায় সকল নিয়মকানুন যথাযথভাবে পালনের পরামর্শ দেয়া হয়।