আইন-আদালত

মেহেরপুরের গাংনীতে দুই ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

February 17, 2020

তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে গাংনী উপজেলার বামন্দি এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জরিমান প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলোঃ রামনগর এলাকার সততা ইটভাটা মালিক রোকনুজ্জামানকে অবৈধভাবে মাথাভাঙ্গা নদী থেকে বালুমহাল ও মাটি উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা এবং বামন্দি বাজারের হোটেল ব্যবসায়ী আবুল হাশেমকে নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের জন্য ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় মাহি ক্লিনিকেও অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি বিষয়ে তাদেরকে সর্তক করা হয়েছে তবে কোন অর্থদন্ড দেওয়া হয়নি। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের এস আই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।