মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীর একটি ক্লিনিকে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছেন এক মাতা।
গাইনি বিশেষজ্ঞ ডা. আব্দুস সালামের তত্বাবধানে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগা এ জমজ শিশু দুটি ভূমিষ্ট হয়। জোড়া লাগা এ শিশু দুটি’র মাতা কাজীপুর গ্রামের রাহিবুল ইসলামের স্ত্রী রুমিয়া খাতুন (২৫)। এদিকে অস্বাভাবিক এ শিশু জোড়াকে এক নজর দেখার জন্য এলাকার নারী পুরুষ ওই ক্লিনিকে সকাল থেকেই ভীড় জমাচ্ছে।
সদ্য ভূমিষ্ট হওয়া জোড়া শিশু’র মা রুমিয়া খাতুন জানান, পেটে বাচ্চা আসার পর আমি ৫ বার আল্ট্রাসনোগ্রাম করেছি। সব ডাক্তার বলেছেন যমজ শিশু রয়েছে। জোড়া লাগা যমজ শিশু আছে কিনা কেউ বলতে পারেনি। তবে পেটে থাকা অবস্থায় সব সময় কষ্ট করতে হয়েছে। আমি কখনও বসতে পারিনি। আবার বিছানায় শুয়ে থাকতে পারিনি। তবে তিনি মনে করেন তারা দুজনেই আমার সন্তান। আল্লাহ যেন আমার শিশু দুটিকে সুস্থ রাখেন।
ক্লিনিকের জরুরী বিভাগে কর্মরত ডা. জেড এম রাইহান কবীর জানান, বর্তমানে বাচ্চা দুটিসহ তার মা সুস্থ রয়েছেন। তবে এদের সম্পর্কে এখনি বলা যাচ্ছেনা।
সিজারিয়ান তত্বাবধানকারী গাইনি বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম জানান, অপারশেন করার সময় মনে হয়েছিল যমজ বাচ্চা হতে পারে। কিন্তু পেট থেকে তোলার সময় এটি জোড়া লাগানো রয়েছে দেখা যায়। জোড়া লাগানো বাচ্চা দুটি’র আলাদা শরীর থাকলেও তাদের বুকের নিচ থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো রয়েছে। তাদের একটাই নাভি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হার্টসহ শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ একটা।