অন্যান্য

মেহেরপুরের গাংনীতে চিকিৎসা অবহেলায় গর্ভবতী মায়ের মৃত্যু’র অভিযোগ

By মেহেরপুর নিউজ

September 12, 2015

মেহেরপুর নিউজ,১২ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনীতে চিকিৎসা অবহেলায় মানছুরা (৩০) নামের এক গর্ভবতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে গাংনী হাসপাতালে মারা যায় সে।

মানছুরার ছোট বোন আসমা অভিযোগ করে বলেন, বড় বোন মানছুরা কে বাচ্চা প্রসবের জন্য শনিবার ভোরে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দিনভর ডাক্তার ও নার্সের অবহেলা আর চিকিৎসা সেবা না পেয়ে পেটের বাচ্চাসহ তার বোনের মৃত্যু হয়েছে।

মানছুরা স্বজনরা অভিযোগ করে বলেন, বারবার ডাক্তার ও নার্সের সরনাপর্ন্ন হলেও চিকিৎসা সেবায় এগিয়ে আসেনী কেউ। তারা অভিযোগ করে বলেন চিকিৎসা না পেয়ে মানছুরা মারা গেছে। এদিকে অভিযুক্ত নার্স ও ডাক্তারের বিচারের দাবিতে হাসপাতালের সামনে লাশ নিয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছে মানছুরার পরিবারের সদস্যরা। মানছুরা উপজেলার করমদী গ্রামের মহিবুল ইসলামের স্ত্রী।

এ ব্যাপারে যোগাযেগি করা হলে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিলন হোসেন।