গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের গাড়াবাড়িয়া মুক্ত মঞ্চে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শহীদ মিনারটি টাইল্স দিয়ে সুন্দর করে তৈরী করার জন্য একলক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তিনি আরো বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিকতার পরিবর্তন ঘটিয়ে বিদ্যালয়টি যদি শিক্ষার মান সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে পারে তবে কুতুবপুর স্কুল এন্ড কলেজকে আগামী বরাদ্দে একাডেমিক ভবন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত সকলের সমস্যার কথা শোনেন এবং অতিসত্তর তা সমাধানের প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, সংসদ সদস্যের সহধর্মিনী লাইলা আঞ্জুমান বানু শিলা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার।
এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, এলাকার মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, বিদ্যালয়ের অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Chat Conversation End