রাজনীতি

মেহেরপুরের গাংনীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম বিজয়ী

By মেহেরপুর নিউজ

December 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্র্থী আশরাফুল ইসলাম ভেন্ডার (জগ) ৭ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ প্রাথী আহমেদ আলী (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩৮৮ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী ইনসারুল হক ইন্সু (ধানের শীষ) পেয়েছেন ৭৯৫ ভোট। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং অফিসার মো: রোকনুজ্জামান বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন: ১ নং ওয়ার্ডে রবিউল ইসলাম (ডালিম) ৬০৪ ভোট, ২ নং ওয়াডে মিজানুর রহমান (উটপাখি) ৮৯২ ভোট, ৩ নং ওয়ার্ডে আসাদুজ্জামান (টেবিল ল্যাম্প) ১১৮৪ ভোট, ৪ নং ওয়ার্ডে আছেল উদ্দিন (উটপাখি) ৭৭০ ভোট, ৫নং ওয়ার্ডে বাবুল আক্তার (উটপাখি) ৯৫৮ ভোট ,৬ নং ওয়ার্ডে নবীরুদ্দিন (উটপাখি) ৮৩০ ভোট,৭ নং ওয়ার্ডে বদরুল আলম (টেবিল ল্যাম্প) ৮৫৮ ভোট, ৮ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম (পাঞ্জাবি) ৭০২ ভোট এবং ৯ নং ওয়ার্ডে এনামুল ইসলাম (পাঞ্জাবি) ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ফিরোজা খাতুন (আঙ্গুর) ১৬৯০ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে মলিতা খাতুন (ভ্যানিটি ব্যাগ) ১৭৬২ ভোট , ৭৮৯ নং ওয়ার্ডে পারভিন খাতুন ( আঙ্গুর) ১৮৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। । উল্লেখ্য, মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে মোট ১৭ হাজার ৫৫৭ জন ভোটারে মন জয় করতে মেয়র পদে ৫ জন , কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহন করেন।