মেহেরপুর নিউজ:
মেহেরপুর স্বপ্নের উদ্যোগে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে গণিত উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
গণিত উৎসব উদ্বোধন কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করা গেলে তারা যথার্থ মেধাবী শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। গণিতকে ভয় নয়, উপভোগ করতে হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এরকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে এ অনুষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে।’
শনিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ।
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লভ ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানসহ গণিত উৎসবে অং গ্রহণকারী প্রায় তিন হাজার শিক্ষার্থী এ সময় সেখানে উপন্থিত ছিলেন।
গণিত উৎসবে বক্তব্য রাখেন সংগঠক সাংবাদিক তুহিন আরন্য। মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যায়লের শত শত শিক্ষার্থী গণিত উৎসবে অংশগ্রহণ করেন।