মুহম্মদ মহসীন :
জীবনের রেখে আসা সময় গুলো বয়সের পড়ন্ত বিকেলে। অনেক ক্ষেত্রেই অনেক সময় স্মৃতির খোলাং চেলে সব কথায় মনে করিয়ে দেয়। এমনি গুছানো চিন্তার আলো জ্বেলে। মেহেরপুরের সাবেক ক্রীড়াবিদ মোঃ আব্দুর রহমান শোনালেন তার সাত কাহন।
১৯৬০ সাল স্কুল জীবন থেকেই তিনি ফুটবল এ যাত্রা শুরু করেন। তিনি তার নিজেস্ব জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এক টানা ২৯ বছর স্থানীয় ফুটবল জগৎ কে করেছে শাসন।
অন্যদিকে মেহেরপুরের বিভিন্ন ফুটবল দলে যেমন প্রগতি পরিমল, অগ্রদূত, টাউন ক্লাব এবং উল্কা ফুটবল দলে লেপ্ট আউটে দেখিয়েছেন ফুটবলের যাঁদুকারী খেলা।
তিনি যেমন মাঠ ভর্তি দর্শক এর কাছ থেকে বাহবা, হাততালি কুড়িয়েছেন, সেই সাথে জেলা ও জেলার বাইরে বিভিন্ন ক্লাব বা ক্রীড়া সংগঠনের কাছ থেকে পুরুস্কার তুলে নিয়েছেন ঘরে। মেহেরপুরের বাইরের জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নীলফামারী, নাটোর, ঝিনাইদহ, কালিগন্জ, সিরাজগন্জ ও খুলনাতে দাপট দেখিয়ে সম্মানের সাতে ফুটবল খেলেছেন।
অন্যদিকে মোঃ আব্দুর রহমান ফুটবল খেলার পরিচালক ( রেফারী) হিসাবে খেলা পরিচালনা করেছেন ১০ টি বছর। শুধু তাই নয় আন্তরজাতিক ক্রিড়া সংগঠন ফি ফার আয়োজনে ১৯৯৫ সালে ঢাকাতে গো ফর গোল কোচ এর ট্রেনিং নিয়েছেন।
এই ভদ্র চিন্তার মানুষটি খেলাধূলার পাশপাশি মেহেরপুর হোটেল বাজারে বি এম প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক হিসাবে চাকুরী শেষ করেছেন। সম্মানিত ব্যক্তিকে সব শ্রেনীর মানুষই কমবেশি রহমান ক্রিড়াবিদ এ মাষ্টার হিসাবেই চিনে থাকে।