মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল:
মেহেরপুরের কৃতি সন্তান ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুর রশিদ উপ-সচিব পদে পদোন্নতী লাভ করেছেণ।
মো: আব্দুর রশিদ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়পুর গ্রামের সন্তান। তিনি দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, মেহেরপুর সরকারী কলেজ থেকে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এম কম ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সফলতার সাথে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর পদোন্নতি লাভে মেহেরপুর নিউজ ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।