মেহেরপুর নিউজ:
মেহেরপুরের কৃতিসন্তান মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম উজবেকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূত হয়েছেন । মোঃ জাহাঙ্গীর আলম পাটকেল পোতা গ্রামের মাওলানা রুহুল আমিনের ছেলে।
তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাহাঙ্গীর আলম ৮ম বিসিএস ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রামে যোগদান করেন।
পরে দেশের বিভিন্ন স্থানে চাকুরি করার পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি ঢাকায় বদলি হন, সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং যুগ্ম সচিব হিসেবে ২০১৩ সালের জুলাই মাসে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
সেখান থেকে তিনি যোগাযোগ মন্ত্রণালয় এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক জাহাঙ্গীর আলম আগামী ১৬ অক্টোবর উজবেকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। উল্লেখ্য এই প্রথম মেহেরপুর জেলার কোন ব্যক্তি রাষ্ট্রদূত হিসেবে যোগদান করছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন