মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে ১১ টি পেট্রোল ও দুটি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১১ টার সময় কুলবাড়িয়া গ্রামের মেশকাত আলীর বাড়ির পাশ থেকে বোমা গুলো উদ্ধার করা হয়। র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার আশরাফ উদ্দীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ টি পেট্রোল ও দুটি হাত বোমা উদ্ধার করা হয়। বোমা গুলো নাশকতার সৃষ্টির উদ্দ্যেশে কেউ ওখানে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।