অন্যান্য

মেহেরপুরের কুতুবপুরে ভূমিহীন পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 02, 2015

মেহেরপুর নিউজ,০২ মার্চ: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যেগে সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভূমিহীন পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ চেপে বিদ্যুতায়ানের উদ্বোধন করেন। গ্রামের আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠিানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। বক্তব্য রাখেন কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম ওয়াদুদ, গ্রাম আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, বজলুর রহমান প্রমুখ। কুতুবপুর গ্রামের ভূমিহীন ২৮ পরিবার এ বিদ্যুতায়নের সুযোগ পাবে।