মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে পূর্ন রাষ্টিয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন এবং রাষ্টের পক্ষে সালাম গ্রহন করেন। মেহেরপুর সদর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে কালাচাঁদপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।