মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:
মেহেরপুরের কাথুলী সড়কে যাত্রীবাহী নছিমনের চাকায় পিষ্ঠ হয়ে মারা গেছে একটি বৃদ্ধ হুনুমান। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধায় ভিড়ভিড়ির শ্মশান ঘাটে হুনুমানটিকে দাহ করা হয়েছে বলে জানা গেছে।
আজ ২১ জুন সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে রাস্তা্ পারাপারের সময় যাত্রীবাহী নছিমনের চাকার তলায় পড়ে একটি হুনুমান। নছিমনের চাকার তলায় পিষ্ঠ হয় হুনুমানটি। পথচারী রক্তাক্ত অস্থায় হুনুমানটিকে উদ্ধার করে শহরের হালদারপাড়ায় হরিজন সমপ্রদায়ের কাছে চিকিৎসার জন্য সোর্পদ করে। পরে বিকেলের দিকে চিকিৎসারত অবস্থায় সেখানে হুনুমানটির মৃত্যু হয়।