মেহেরপুর নিউজ,২০ ফেব্রুয়ারি:
সাহিত্য পত্রিকা মোমেনশাহী দর্পণ পত্রিকার সহ-সম্পাদক ও মেহেপুরের কালাচাঁদপুর গ্রামের সোহেল রানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পত্রিকার ৫ম প্রতষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সম্প্রতি খুলনা সরকারী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে অনুষ্ঠিত পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন শেখ আবু আসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীংয় কমিশনার আব্দুস সামাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় গ্রন্থাগারের উপপরিচালক হরেন্দ্রনাথ বসু, খুলনা সরকারী মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশিদ ।