মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া অন্যত্র বদলে হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ওসি শেখ কনি মিয়া,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম প্রমূখ। বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।