আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন: মেহেরপুর সদর থানার অভিযুক্ত ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত শুরু করেছে দূর্নীতি দমন কমিশনার (দুদক) । দুদক কুষ্টিয়া অঞ্চল সূত্রে জানা গেছে- রবিবার মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান স্বাক্ষরিত আদেশপত্র পাওয়ার পর দুদক কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক আব্দুল গাফফারের নির্দেশে মেহেরপুরের অভিযুক্ত ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষগ্রহনের অভিযোগ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম একটি চুরি মামলার বাদী মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার সাহেব আলীর কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহণ করা সত্বেও তাকে তিনটি মামলায় চালান দিয়েছে। এই অভিযোগে রবিবার সকালে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাহেব আলী হাজির হয়ে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নামে ঘুষ গ্রহনের অভিযোগ এনে জবানবন্দি দেয়। এ সময় ম্যাজিস্ট্রেট মতিউর রহমান বিষয়টি আমলে নিয়ে দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) কে তদন্ত’র নির্দেশ দেন।