মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগষ্ট: মুজিবনগন সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর গরুর হাটে প্রায় ৩৫ লাখ টাকা ব্যায়ে কৃষিপণ্য ক্রয় বিক্রয় কেন্দ্রে ( এসেম্বল সেন্টার) নির্মান কাজ শেষ হয়েছে। যে কোন দিন সেন্টারটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার দুপুরে কৃষিবিপনন অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক দেওয়ান আশরাফুল হোসেন সেন্টারটি পরিদর্শন শেষে হস্তান্তরের বিষয়টি অবহিত করেন। পরিদর্শন কালে তিনি নির্মান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় সহকারী পরিচালক মীর এনামূল হক, মাকেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, ঠিকাদার আসলাম খাঁন পিন্টু এ সময় সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য কৃষকদের কৃষি পণ্য নির্বিগ্নে বিক্রয় করার লক্ষে মেহেরপুর গরুর হাটে চলতি বছরের গোড়ার দিকে এসেমবেলি সেন্টারের কাজ শুরু করা হয়।