মেহেরপুর নিউজ,২৮ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ শিবিরের আয়োজন করে।
ডিবিএস এর নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্বাশত নিপ্পন চক্রবর্তি।
চক্ষুশিবিরে উজুলপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের চক্ষু রোগীরা এখানে চিকিৎসার সুযোগ পাবেন। এসকল রোগীদের মধ্যে যাদের চোখ অপারেশনের প্রয়োজন হবে বাছাই করে তাদের পরবর্তিতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনি বলেছেন, মানুষের সেবা করার সুযোগ আল্লাহ পাক সবাইকে দেন না। আর যাকে সেবা করার সুযোগ দেন তিনি অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ পাকের দেওয়া সুযোগকে যথেষ্ঠভাবে যিনি কাজে লাগান কেবল তিনিই মহৎ।