মেহেরপুর নিউজ:
১শ টি গাছের চারা রোপন ও র্যালীর মধ্যে দিয়ে মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে।
মঙ্গলবার সকালে উজুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলীর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উজলপুর গ্রাম প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ১শ টি মেহগনি গাছের চারা রোপন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উসমা বিশ্বাস, আকরামুল হক, মনিরুজ্জামান, আসাদুজ্জামান, ইমরান হোসেন, মজিবুর রহমান, রবিউল ইসলাম, জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন