মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি এবং গাংনী উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এরই মাঝে মেহেরপুরের মুজিবনগর এবং গাংনী উপজেলার মোট ৯ টি ইউনিয়নের ৮৭ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে এবার কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালের ব্যালট পেপার পৌছে দেয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন, মোনাখালী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন এবং মহাজনপুর ইউনিয়নের ৪০ টি কেন্দ্রের ২৪০ বুথে ভোট গ্রহণ পর্ব চলবে।মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে ৮০ হাজার ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৩৯ হাজার ৯১৫ জন পুরুষ ভোটার এবং ৪০ হাজার ৫৪০ জন মহিলা রয়েছে। এদিকে জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন সাহারবাটি ইউনিয়ন, কাজিপুর ইউনিয়ন, বামুন্দি ইউনিয়ন এবং মোটমুড়া ইউনিয়নে মোট ৪৭ টি কেন্দ্রে ৩৪৬ টি বুথে ভোট গ্রহণ চলবে। গাংনী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১ লক্ষ ১৮ হাজার ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫৮ হাজার ৪৯৫ জন পুরুষ এবং ৫৯ হাজার ৪২৯ জন মহিলা ভোটার রয়েছেন।
এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে বুধবার বিকাল থেকে পুলিশ বাহিনীর সদস্যসহ অন্য সংস্থান লোকজন ভোটকেন্দ্রগুলোতে অবস্থান গ্রহণ করছেন।