মেহেরপুর নিউজ:
দেশে চলমান করোনা পরিস্থিতিতে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে মেহেরপুর সদর উপজেলার আহমদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে তেল-চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুস টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টুটুল ট্রেডার্র আহমদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করে। এখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রেতাসাধারণ ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি চিনি ও পিঁয়াজ ৩০ টাকা কেজি ক্রয় করতে বিপুল পরিমাণ মানুষ সেখানে সমবেত হন। এসময় টুটুল ট্রেডার্র এর স্বত্বাধিকার মোহাম্মদ টুটুল সেখানে উপস্থিত ছিলেন