অন্যান্য

মেহেরপুরের আশরাফপুর থেকে ৫টি বোমাসহ চিহিৃত ডাকাত খাদেমুল আটক

By মেহেরপুর নিউজ

May 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ মে: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর-ভিটিরমাঠ নামক স্থান থেকে বোমা বহনকরার সময় স্থানীয় জনতা খাদেমুল ইসলাম(২৮) নামের এক ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই সময় তারে কাছে থাকা ব্যাগ থেকে পুলিশ ৫টি তাজা বোমা উদ্ধার করে। আটক খাদেমুল মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার রেজুল শেখের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আশরাফুপর-ভবানীপুরের মাঝামাঝি ভিটিরমাঠ নামক স্থানে খাদেমুল একটি ঝোপের মধ্যে থেকে ৫টি হাত বোমা তুলে ব্যাগে নিয়ে রাস্তায় উঠছিলো। এ সময় মাঠে কর্মরত শ্রমিকরা তার গতিবিধি দেখে সন্দেহ করে। এ সময় এলাকাবাসী

তাকে ঘেরাও করে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। প্রথমে সাহেবপুর আইস ক্যাম্পের এস আই আবু বকর সিদ্দিক এবং পরে সদর থানার এস অাই কার্তিক চন্দ্র সাহা ঘটনাস্থলে পৌছে ব্যাগের মধ্যে থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, খাদেমুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় খুন ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।