অন্যান্য

মেহেরপুরের আশরাফপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী

By মেহেরপুর নিউজ

May 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ মে: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে শ্বাসরোধ করে স্ত্রী পারভিনাকে (২০) হত্যা করেছে আহম্মদ নামের এক নেশাগ্রস্থ পাষন্ড স্বামী । নিহত পারভিনা এক বছরের এক কন্যা সন্তানের জননী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়িতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

এলাকাবাসী জানায়, আশরাফপুর সুরী পাড়া গ্রামের আসাদুলের ছেলে নেশা আসক্ত আহম্মদ নেশা করার টাকা চেয়ে স্ত্রীর সাথে প্রায় জগড়া বিবাদ করতো। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে তার নিজ ঘরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

 

এ ঘটনায় বিক্ষুব্

ধ গ্রামবাসী ঘাতক আহম্মদকে গ্রামের বটতলায় একটি বৈ্দ্যুতিক পোলে বেধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে আহম্মদ আলীকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।