মেহেরপুর নিউজ, ০১ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে গ্রামে ভৈরব নদে বাশের বেড়া দিয়ে বাধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে সদরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম এ অভিযান পরিচালন করেন। একই সঙ্গে একই উপজেলার নুরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বাদশা এবং আশরাফপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে মিজারুল ইসলামের ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম জানান, কালের কন্ঠসহ কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করলে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। পরবর্তিতে সাবেক জেলা প্রশাসক পরিমল সিংহ স্যারকে নিয়ে অভিযানে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুনরায় বুধবার অভিযান চালিয়ে নুরপুর গ্রামের বাদশা ও আশরাফপুর গ্রামের মিজারুলকে আটক করে এসি ল্যান্ড অফিসে নেওয়া হয় এবং আশরাফপুর থেকে প্রায় এক কিলোমিটার নদিতে যতগুলো বাঁধ রয়েছে সবগুলো অপসারণ করা হয়। তিনি বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন-১৯৫০ এর আওতায় দোষী সাব্যস্থ্য করে বাঁধগুলো ভেঙ্গে দেওয়া হয় এবং দুজনের জরিমানা করা হয়েছে।