মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের একই পরিবারে লকডাউন এ থাকা ৯ সদস্য সহ মেহেরপুর জেলায় মোট আরো ৫৭ জনের করোনা ভাইরাস নেগেটিভ রিপোর্ট এসেছে।
সোমবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট প্রদান করা হয়। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে সোমবার পর্যন্ত মেহেরপুরে মোট ৫৭ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এ নিয়ে মেহেরপুর জেলা দুটি পৌরসভা ও তিনটি উপজেলা ৫শ ৩১ দুজনের করোনা ভাইরাস নেগেটিভ রিপোর্ট এসেছে। মেহেরপুর জেলা এখন পর্যন্ত সাতজনের পজিটিভ রিপোর্ট আসা সহ একজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে অবশ্যই নিরাপদ দূরত্বে অবস্থান করা সঠিক নিয়ম মেনে চলতে হবে।