মেহেরপুর নিউজ,০১ মে:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে তথা কথিত আহলে কোরানের কয়েকজন যুবক কর্তৃক হাদিস সর্ম্পকে অপব্যাখ্যা প্রদান করায় আমঝুপিতে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে ৩ যুবক তওবা পড়ে ক্ষোভের নিরসন ঘটানো হয়েছে। ঐ ঘটনার মূল হোতা পলাতক রয়েছে।
এলাকাবাসীরা জানান, আমঝুপি গ্রামের মুনসুর আলীর ছেলে তোতা মিয়া আমঝুপিতে আহলে কোরআন নামের একটি সংগঠন করে। ঐ সংগঠনে বেশ কিছু যুবককে একত্রিত করে হাদিস বলে কোন কিছু নেই এই মর্মে প্রচার করতে থাকে বিষয়টি এলাকায় ব্যাপক ভাবে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বিকালে আমঝুপি জামে মসজিদে মুছুল্লিদের উদ্যেগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুফতি আবুল কালাম কাসেমী, মুফতি মাসুদ আলী, আবুল হাসান, রেজওয়ান, মহাসিন আলী, বেলাল হোসেন প্রমুখ। পরে আহলে কোরানের সদস্য আমঝুপি গ্রামের সামাদুলের ছেলে নাজমুল ও নাদিম এবং গোলাম হোসেনের ছেলে ফারুক হোসনকে ধরে এনে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। এসময় ঐ ৩ যুবক নিজেদের ভূল স্বীকার করলে তাদের তওবা পড়ানো হয়। একই সাথে ঘনার মূল নায়ককে খুজে বের করতে একটি কমিটি গঠন করা হয়।