এক ঝলক

মেহেরপুরের আমঝুপিতে তীব্র শীতে ২ বৃদ্ধার মৃত্যু

By মেহেরপুর নিউজ

December 21, 2019

আমঝুপি থেকে শহিদুল ইসলাম:

মেহেরপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  শনিবার ভোরের দিকে শীতজনিত কারণে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ায় ২ বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৪ টার দিকে  মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের মাতা ও মৃত ফকির শেখের স্ত্রী জহুরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। মরহুমার ২ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গুনাগ্রহী রয়েছে।

এদিকে একই দিন ভোরে ৫ টার দিকে পার্শ্ববর্তী আমঝুপি উত্তর পাড়ার মুদি ব্যবসায়ী ইসাহক আলী মাতা ও মৃত দাউদ আলীর স্ত্রী জয়নক খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমার ২ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনাগ্রহী রয়েছে।

আজ সকাল ১১ টায় আমঝুপি উত্তর পাড়ার ঈদগাঁ মাঠে জানাযা শেষে পার্শ্ববর্তী কবর স্থানে দাফন করা হবে বলে উভয় এর পারিবারিক সূত্রে জানাগেছে।