অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে ঢাকাগামী ৩টি পরিবহনের টায়ার পাংচার

By মেহেরপুর নিউজ

February 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ ফেব্রুয়ারি:

মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল, জে আর ও চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ৩টি গাড়ির টায়ার দূবৃত্তকারীদের চোরা হামলায় পাংচার হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া পরিবহন ৩টি সদর মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ছাতিম তলার নিকট এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দূস্কৃতিকারীরা রাতে কাঠের উপর পেরেক মেরে কালো রং করে রাস্তায় ফেলে রাখে। এমন সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা রয়েল, জে আর ও চুয়াডাঙ্গা ডিলাক্সের পরিবহন ৩টি পৌছালে তাদের টায়ার বাষ্ট করে। ফলে যাত্রীসহ পরিবহনের স্টাফরা চরম ভোগান্তিতে পড়ে।