মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগষ্ট: বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের তৈল বীজ গবেষনা কেন্দ্রের উদ্যোগে চীনাবাদামের জাত উন্নয়ন বীজ উৎপাদন এবং সংরক্ষন উত্তর প্রযুক্তির উদ্ভাবন কর্মসূচীর আওতায় চীনা বাদাম ফসলের উৎপাদন কলাকৌশল শীর্ষক চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারবাড়ি মিলনায়তনে মেহেরপুর বিএডিসি যুগ্ম পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকতা ড. মঞ্জুর কাদের । বক্তব্য রাখেন আমঝুপি তৈলবীজ খামারের উপ-পরিচালক একে এম কামরুজ্জামান, আম্বিয়াতুন নেসা, মীর্জা শফিকুল ইসলাম ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাদাম চাষীরা অংশ গ্রহন করেন।