মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর পৌর এলাকার-৮ নং ওয়ার্ড মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বুধবার দুপুরের দিকে প্রফেসর আব্দুল মান্নান তাঁর ভোট প্রদান করেন। এদিকে এর আগে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এই কেন্দ্রে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ শেষে প্রফেসর মান্নান ভোটকেন্দ্রে পরিবেশ দেখে ভূয়শী প্রশংসা করেন।