মেহেরপুর নিউজ, ২২ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সোনিয়া নামের ১ম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। আহত সোনিয়া মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে আমঝুপি হাটপাড়ার এরশাদ আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। এ সময় ১ম শ্রেণির ছাত্র সোনিয়া রাস্তা পার হচ্ছিল। তৎক্ষনাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মেয়েটির একটি পায়ের উপর চালিয়ে দেয়। এতে তার পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় বকুল ক্লিনিকে ভর্তি করা হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।