মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন চাঁদপুর শিশিরপাড়া থেকে অচেতন অবস্থায় কবির (২৬) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
কবিরের শারীরিক অবস্থা ভালো না থাকায় বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে আলগামন যোগে দুপুর পনে দুইটার দিকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এস আই উত্তম চক্রবর্তী মেহেরপুর নিউজ কে জানান, অজ্ঞাত যুবককে চাঁদপুর শিশিরপাড়া নামের স্থানে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, এলাকার স্থানীয় লোকজনদের অনেক ডাকাডাকি করলেও করোনাভাইরাস এর ভয়ে কেউ সেখানে উপস্থিত না হওয়ায় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে নসিমন যোগে তাকে দ্রুত এনে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো বলেন এবস্থায় এ ওয়ান নিউজ এর মেহেরপুর জেলা প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় সাদ্দামের সহযোগিতায় দ্রুত তাকে পুরুষ ওয়ার্ডের ১২ নম্বর বেডে ভর্তি করা হয়। কর্মরত চিকিৎসক তার চিকিৎসার জন্য দ্রুত কিছু ঔষধ লিখে দেন, কবিরের পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকায় তার জীবন বাঁচানোর তাগিদে সাংবাদিক ইসমাইল হোসেন ও আমি তার প্রয়োজনীয় ঔষধ কিনে দিয়েছি। বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ১২ নম্বর বেডে ভর্তি রয়েছে।
কিছুক্ষনের ভিতর সে কথা বলার চেষ্টা করলে তার সাথে কোন মতে একটি মোবাইল নাম্বার জানা যায়,উক্ত মোবাইল ফোনে যোগাযোগ করেলে ঝন্টু নামের একজন ব্যক্তি (কবিরের চাচা) ফোনটা রিসিভ করে তিনি বলেন, অজ্ঞাত যুবক আমার ভাইয়ের ছেলে চুয়াডাঙ্গা জেলা শহরের মহিলা কলেজ পাড়া সুমিরদিয়া নামক স্থানের শহিদুল ইসলামের ছেলে কবির ইজিবাইক চালক।কবিরের চাচার ঝন্টু মোবাইলে আরও জানান সকাল সাড়ে নয়টার দিকে জীবিকা নির্বাহের তাগিদে ইজিবাইক নিয়ে বাড়ির থেকে বের হয়, সকাল দশটার পর থেকে মোবাইলে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ দেখায়। খবর পেয়ে তার স্বজনেরা মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ধারণা করে বলেছেন সে ছিনতাইকারীদের কবলে পড়তে পারে কারন তার কাছে থাকা মোবাইল ও ইজি বাইকের কোন হদিস মেলেনি। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে কোভিদ সুস্থ হলে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার পর ব্যবস্থা নেওয়া হবে।